শাহবাগে মানুষের ঢল

Posted on August 5, 2024

কর্পোরট সংবাদ ডেস্ক: রাজধানীর শাহবাগে বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দিয়েছেন হাজার হাজার ছাত্র-জনতা। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ সোমবার (৫ আগস্ট) ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালনের কারফিউ ভেঙে যাত্রাবাড়ী উত্তরাসহ বিভিন্ন পয়েন্টে রাজধানীমুখী লাখ লাখ মানুষের স্রোত নেমেছে।

শাহবাগ আন্দোলনে যোগদানকারীরা বলছেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। দাবি একটাই শেখ হাসিনার পদত্যাগ।’

এর আগে ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দুপুর ২টায় রাজধানীর শাহবাগ মোড়ে জমায়েত হবেন আন্দোলনকারীরা। এজন্য সারাদেশ থেকে ছাত্র-জনতাকে ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন সমন্বয়করা।

এদিকে জাতির উদ্দেশে দুপুর তিনটায় ভাষণ দেবেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ -জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ওয়েবসাইটের মাধ্যমে এ তথ্য জানানো হয়। আইএসপিআর থেকে বলা হয়, সে পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।