সিরাজগঞ্জ প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অনুযায়ী সিরাজগঞ্জের উত্তর বঙ্গের প্রবেশদার হাটিকুমরুল গোল চত্তরে বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টা থেকে নলকা ফুলজোড় ডিগ্রী কলেজের সামনে অবস্থান নিয়ে তারা ১ দফা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময়ে নলকা প্রধান সড়ক হয়ে হাটিকুমরুল গোল চত্তরে অবস্থান করে শিক্ষার্থীরা।
প্রথমে পুলিশ বাদা দিলে পুলিশের উপর হামলা চালায় আন্দোলনকারীরা। এতে প্রায় ১০ জন পুলিশ আহত হয়।
বেলা বাড়ার সাথে সাথে সলঙ্গা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে হাটিকমরুল গোল চত্বরের দিকে এসে দুই গ্রুপ এক হয়ে হাটিকুমরুল হাইওয় থানায় আগুন লাগিয়ে দেয়। এছাড়া গোল চত্তরের সাথে থাকা সার্কিট হাউজেও আগুন দেয় বিক্ষোভকারীরা।
আরও পড়ুন:
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ, হাইওয়ে থানায় আগুন https://corporatesangbad.com/477165/ |