সূচকের উত্থানে লেনদেন শেষ

Posted on July 31, 2024

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (৩১ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭ টি কোম্পানির ১৫ কোটি ৮ লক্ষ ৩৬ হাজার ৯৩৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৭০ কোটি ৫৮ লাখ ৭৯ হাজার ৯২৩ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১০.৯৫ পয়েন্ট বেড়ে ৫২৮০.৪৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৪.৩৩ পয়েন্ট বেড়ে ১৮৮৬.১৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.৪৩ পয়েন্ট বেড়ে ১১৫৩.৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭১টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- টেকনোড্রাগ, আলিফ ইন্ডাঃ, তৌফিকা ফুড, সী পার্ল, স্কয়ার ফার্মা, অগ্নি সিস্টেম, এনআরবি ব্যাংক, ওরিয়ন ইনফিউশনস, প্রগতি লাইফ ইন্সুঃ ও স্যালভো কেমিক্যাল।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এনআরবি ব্যাংক, আলিফ ইন্ডাঃ, মিরাকেল ইন্ডা:, মোজ্জাফর হোসেন স্পিনিং, সোনালি লাইফ ইন্সুঃ, কর্নফুলি ইন্সুঃ, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্সুঃ, পূরবী জেনারেল ইন্সুঃ, প্রভাতি ইন্সুঃ ও হাইডেলবার্গ সিমেন্ট।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এক্সপ্রেস ইন্সুঃ, খান ব্রাদার্স পিপি, সী পার্ল, এডিএন টেলিকম, সিএপিএম বিডিবিএল মি. ফা., ফারইস্ট লাইফ ইন্সুঃ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি:ফা:, ইসলামি কমার্শিয়াল ইন্সুঃ, এবিএল এনআরবি মি. ফা. ও পদ্মা লাইফ ইন্সুঃ।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৪৯৩৮৭০৭১৩০৯৬.৪০।