৩ বছর লভ্যাংশ দেবে না পিপলস লিজিং

Posted on October 1, 2023

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকা লোকসানি কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড শেয়ারহোল্ডারদের ৩ বছর কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ।

রবিবার (০১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৯, ২০২০ ও ২০২১ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নেয়।

কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী ২০১৯ সালে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৯.৭৬ টাকা আর ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমন্বিত শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ দাঁড়িয়েছে ৮৩.৫৩ টাকায়।

২০২০ সালে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২২.৩২ টাকা আর ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমন্বিত শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ দাঁড়িয়েছে ১০১.২৪ টাকায়।

২০২১ সালে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৪.৪০ টাকা আর ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমন্বিত শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ দাঁড়িয়েছে ১১৫.৩৪ টাকায়।

লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে ১২ অক্টোবর।