সাতক্ষীরায় দুই কোটি টাকা মূল্যের ৪টি সোনার বারসহ আটক ১

Posted on July 29, 2024

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: ভারতে পাচারকালে সাতক্ষীরার ভাদিয়ালী সীমান্ত এলাকা থেকে চারটি সোনার বারসহ ইয়াকুব আলী (৫৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

আটককৃত ইয়াকুব আলী কলারোযা উপজেলার রাজাপুর গ্রামের সাদেক আলী সরদারের ছেলে।

সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, ভারতে সোনা পাচার করা হবে, এমন গোপন খবরের ভিত্তিতে বিজিবি মাদ্রা বিওপির একটি দল সোমবার সকালে ভাদিয়ালী সীমান্তে অবস্থান নেয়। এ সময় সীমান্তের দিকে হাটতে থাকা ইয়াকুব আলীকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে কোমরে গামছার মধ্যে পেঁচানো অবস্থায় চারটি সোনার বার পাওয়া যায়।

জব্দকৃত সোনার ওজন ১ কেজি ৮শ’ গ্রাম। যার বাজারমুল্য আনুমানিক দুই কোটি টাকা।

আটক ইয়াকুব আলীর বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা দিয়ে আদালতে পাঠান হয়েছে এবং জব্দকৃত সোনার বার ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানান।#