সিংগাইরে ১৪ লাখ টাকার হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার ২

Posted on July 27, 2024

সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১শত গ্রাম হেরোইন ও ১২শত পিস ইয়াবা ট্যাবলেট। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১৩ লক্ষ ৬০ হাজার টাকা।

শনিবার (২৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ জেলা গোয়েদা শাখা ইনচার্জ আবুল কালাম।

গ্রেফতারকৃতরা হলো-উজেলার চন্দহর ইউনিয়নের চর চান্দহর গ্রামের মোঃ কুরবান আলীর ছেলে মোঃ মুক্তার হোসেন (৪৭) ও চর চামটা গ্রামের মৃত আব্দুর রফিকের ছেলে মোঃ সুমন মিয়া (২৮)।

শুক্রবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের চর চান্দহর পশ্চিম পাড়া জামে মসজিদের উত্তর পাশের কাঁচা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করে ডিবি।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিধানিক দল চান্দহর ইউনিয়নের চর চান্দহর গ্রামে অভিযান চালিয়ে মুক্তার হোসেনকে ৮০ গ্রাম হেরোইন ও ১হাজর পিস ইয়াবা এবং সুমন মিয়াকে ২০গ্রাম হেরোইন ও ২শত পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

জেলা গোয়েন্দা শাখা ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবুল কালাম বলেন, এ সংক্রান্তে সিংগাইর থানায় ১টি মামলা রুজু হয়েছে। এছাড়া গ্রেফতারকৃতদের শনিবার কোর্টে সোপর্দ করা হবে।