বিনোদন ডেস্ক : টলিউডে একের পর এক ভাঙনের সুর। যিশু-নীলাঞ্জনার পর এবার প্রকাশ্যে এল ঋষি কৌশিকের দাম্পত্যে চিড়। প্রায় ১২ বছরের সংসারে অশান্তি-নির্যাতন এমন বহু বিস্ফোরক অভিযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো প্রকাশ করেন অভিনেতা। ৭ মিনিট ১৮ সেকেন্ডের ওই ফেসবুক ভিডিও বার্তায় একটি সম্পর্কের গল্প বলেছেন ঋষি। এরপরেই জোরালো হয়েছে ঋষি-দেবযানীর বিচ্ছেদের গুঞ্জন।
এমনকী শোনা গিয়েছে, বেশ কিছুদিন ধরে আলাদাও থাকছেন ঋষি কৌশিক ও দেবযানী চক্রবর্তী। দিন দুয়েক আগেই দু’টি ছবি পোস্ট করেন ঋষি। একটি স্ত্রী দেবযানীর সঙ্গে, অন্যটি তাঁর একার। ক্যাপশনে অভিনেতা লিখেছিলেন, 'বিষাক্ত মানুষদের বাদে পৃথিবী খুব সুন্দর।' এবার সরাসরি ভিডিয়ো বার্তায় একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন অভিনেতা।
ঋষি কৌশিক এদিন একটি ভিডিয়ো পোস্ট করে জানান তিনি একটি গল্প বলবেন। কিন্তু সেই গল্প শুনলে যে কেউ বুঝতে পারবেন সেটা আসলে তাঁরই জীবনে গল্প। সেখানে ঋষি জানান একটি মেয়ে যে ভীষণই উশৃঙ্খল, বেপরোয়া সে ছেলেটিকে বাধ্য করে সম্পর্কে আসে। মেয়েটির স্বভাব না কি ভাল লাগতো না ছেলেটির। তাই সম্পর্ক একটা থাকলেও দুজনের মধ্যে ভাবনা-চিন্তার বিপুল ফারাক দেখে সেটা চালিয়ে নিয়ে যেতে চায়নি ছেলেটা। ব্রেক-আপ হয়, তারপরেও মেয়েটি বারবার বুঝিয়ে সম্পর্কে ফিরে আসে। একসময় বিয়েও হয়। ঋষি কৌশিক তাঁর 'গল্পে' বলছেন- বিয়ের ৬ মাস পর থেকেই শুরু হয় সমস্যা। সূত্র-জিনিউজ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ভাঙছে ঋষি-দেবযানীর ১২ বছরের সংসার? https://corporatesangbad.com/476227/ |