ডিএসই ট্রেডিং সিস্টেম পরিদর্শন করলেন ডিএসই'র চেয়ারম্যান

Posted on July 27, 2024

কর্পোরেট সংবাদ ডেস্ক : সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে বৃহস্পতিবার (২৫ জুলাই) ডিএসই ট্রেডিং সিস্টেম পরিদর্শন করেন ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। ডিএসইর সার্বিক নিরাপত্তা ও নিরবিচ্ছিন্ন ট্রেডিং কার্যক্রম এবং ডেটা সেন্টারসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে স্বশরীরে পরিদশন কুশল বিনিময় করেন ও তাদের খোঁজ খবর নেন তিনি।

ডিএসই’র লেনদেন কার্যক্রম যে কোন ক্রান্তিকালে যেন বাধার সম্মুখীন না হয় সে বিষয়ে অধিকতর তৎপর থাকার জন্য সকলকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন ডিএসই’র চেয়ারম্যান।

ঢাকা স্টক এক্সচেঞ্জের তিন কার্যদিবস লেনদেন বন্ধ থাকার পর সকল ব্রোকার এবং শাখা অফিস বাধাহীনভাবে সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে লেনদেনে অংশগ্রহণ করতে পারায় সকলকে ধন্যবাদ জানান ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু এবং ভবিষ্যতে যে কোন ধরনের চ্যালেজ্ঞ মোকাবেলায় ডিএসই কর্মকর্তারা অগ্রণী ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় তার সাথে ছিলেন ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাওিক আহমেদ শাহ, ভারপ্রাপ্ত প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম, জিএম এন্ড কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান,এফসিএস সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।