আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে দেখা করেছেন এবং গাজা যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির বিষয়ে দ্রুত একটি চুক্তি চূড়ান্ত করতে ইসরায়েলি নেতাকে আহ্বান জানিয়েছেন।
হোয়াইট হাউসের একটি রিডআউট অনুসারে, প্রেসিডেন্ট বাইডেন অবশিষ্ট ব্যবধান দূর করতে যত তাড়াতাড়ি সম্ভব চুক্তি চূড়ান্ত করে জিম্মিদের দেশে ফিরিয়ে আনার এবং গাজা যুদ্ধের একটি টেকসই লক্ষে পৌঁছানোর প্রয়োজনীয়তা ব্যক্ত করেছেন এবং এই বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন।’ তারা ফিলিস্তিনি ভূখন্ডে মানবিক সঙ্কট এবং সাহায্য সরবরাহে বাধা দূর করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
নেতানিয়াহুকে গাজা চুক্তি ‘চূড়ান্ত’ করতে বলেছেন বাইডেন: হোয়াইট হাউস https://corporatesangbad.com/476150/ |