বাংলাদেশ হাউজিং বিল্ডিংয়ের ডিজিএম’র বিরুদ্ধে দুদকের মামলা

Posted on July 25, 2024

কর্পোরট সংবাদ ডেস্ক: প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের বরিশাল অফিসের ডিজিএম এম এম জামিল আহম্মদের বিরুদ্ধে মামলা করেছে দুদক ( দুর্নীতি দমন কমিশন)।

আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) দুদকের উপ-সহকারী পরিচালক মো. আশিকুর রহমান বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনায় মামলাটি দায়ের করেন। মামলার আসামি জামিল আহম্মদ খুলনা নগরীর নির্জন আবাসিক এলাকার ৩নং সড়কের ১১৩/৯(ক) নং বাড়ির মৃত আকমান উদ্দিন মিনার ছেলে।

দুদকের উপ-পরিচালক মো. আব্দুল ওয়াদুদ জানান, জামিল আহম্মদ এর বাবা মৃত আকমান উদ্দিন মিনা প্রকৃত মুক্তিযোদ্ধা না হওয়া সত্ত্বেও তাকে মুক্তিযোদ্ধা দেখিয়ে প্রতারণার মাধ্যমে মুক্তিযোদ্ধা সংসদ থেকে মুক্তিযোদ্ধা সনদ সংগ্রহ করে মুক্তিযোদ্ধা কোটায় বাংলাদেশ হাউজ বিল্ডিং করপোরেশনে চাকরি নেন তিনি।

পরবর্তীতে ২০০০ সালের এপ্রিল থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত বেতন ভাতা বাবদ মোট ১ কোটি ৩১ লাখ ৭৬ হাজার ৭৩৪ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। যা দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।