পুঁজিবাজার ডেস্ক : কারফিউ ও সাধারণ ছুটির কারণে টানা তিন দিন বন্ধের পর প্রথম কার্যদিবস বুধবার (২৪ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন অনেক কমেছে। একইসঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯০ টি কোম্পানির ৪ কোটি ৩৪ লক্ষ ৭১ হাজার ১৮২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১৫৯ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ১৬৮ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৯৫.৬৭ পয়েন্ট কমে ৫৩৫০.৮৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩৭.২৮ পয়েন্ট কমে ১৯০৮.৫২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২১.৮৭ পয়েন্ট কমে ১১৬৯.৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০টির, কমেছে ৩৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- লিব্রা ইনফিউশনস, ব্র্যাক ব্যাংক, গ্রামীণ ফোন, অগ্নি সিস্টেম, বিএটিবিসি, রংপুর ফাউন্ড্রি, অরিয়ন ফার্মা, মিডল্যান্ড ব্যাংক, বীচ্ হ্যাচারী ও জেমীনি সী ফুড।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টিকোম্পানি হলো:- টেকনোড্রাগ, লিব্রা ইনফিউশন, রংপুর ফাউন্ড্রি, সিলকো ফার্মা, প্রাইম ব্যাংক, ইআইএল, তাক্কাফুল ইন্সুঃ, আইসিবি এএমসিএল ২য় মি. ফা., সাউথইস্ট ব্যাংক ও বার্জার পেইন্ট।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- কোহিনুর কেমিক্যাল, মুন্নু এগ্রো, ওয়ালটন হাইটেক, লিন্ডে বিডি, সমতা লেদার, রূপালি লাইফ, সোনালি লাইফ ইন্সুঃ, এপেক্স ফুডস, আমরা নেট ও মোজাফফ্র হোসেন স্পিনিং।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৫৪৫৮৫৫৪১৫৮৭৫.৪০।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সূচকের বড় পতনে কমেছে লেনদেন https://corporatesangbad.com/475903/ |