স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার শিরোপা জয় ছাপিয়ে আলোচনায় আর্জেন্টাইন মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেজের বিতর্কিত কর্মকান্ড। উদযাপনের অংশ হিসেবে আফ্রিকান বংশোদ্ভূত ফরাসি ফুটবলারদের দিকে ইঙ্গিত করে বর্ণবাদী গান ও বৈষম্যমূলক ভাষা ব্যবহার করে ফার্নান্দেজ ও আর্জেন্টাইন বেশকিছু ফুটবলার। যা নিয়ে ওঠে সমালোচনার ঝড়।
এই ঘটনার পরিপ্রক্ষিতে আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ভিক্তোরিয়া ভিয়ারুয়েল ফ্রান্সকে ‘ঔপনিবেশিক’ ও ‘দ্বিচারী’ রাষ্ট্র বলেছিলেন। যা আগুনে রীতিমত ঘি ঢেলেছে। শেষমেশ পরিস্থিতি সামাল দিতে ফ্রান্স সরকারের কাছে ক্ষমা চেয়েছে আর্জেন্টিনা সরকার।
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের দপ্তর জানিয়েছে, ভিয়ারুয়েলের মন্তব্য ছিল একান্ত ব্যক্তিগত। ভিয়ারুয়েলের মন্তব্যে দুই দেশের মধ্যে ভুল-বোঝাবুঝি হবে না বলেই মনে করে আর্জেন্টিনা সরকার। এ ব্যাপারে প্রেসিডেন্টের মুখপাত্র মানুয়েল আদোরনি বলেছেন, ‘ফ্রান্সের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক অটুট থাকবে।’
এর আগে, ফুটবলার ফার্নান্দেজের সেই বিতর্কিত গানটি দ্রুতই ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এরপর তা সরিয়ে ফেলে ক্ষমা চেয়েছেন এঞ্জো। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি স্টোরিতে তিনি লিখেছেন, 'জাতীয় দলের উদযাপনে আমার ইনস্টাগ্রাম চ্যানেলে একটি ভিডিও পোস্ট করার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। ওই গানে অত্যন্ত অপমানজনক ভাষা রয়েছে এবং সেসব শব্দ ব্যবহার করার জন্য কোনো অজুহাত হয় না। সব ধরনের বৈষম্যের বিপক্ষে আমি। আমাদের কোপা আমেরিকা জয়ের উদযাপনের উন্মাদনায় পড়ে গিয়েছিলাম বলে ক্ষমা চাচ্ছি।'
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ফ্রান্সের কাছে ক্ষমা চাইল আর্জেন্টিনা https://corporatesangbad.com/475870/ |