সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর যৌথ উদ্যোগে চলমান ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন এর উপরভিত্তী করে একটি স্বার্থন্বেষী শ্রেণী দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে।
তারই প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এক সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে। বিক্ষোভটি শুরু হয় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হতে শুরু করে উপজেলা চত্বরে যেয়ে শেষ করা হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শ্রীঃ বিনয় কুমার পাল। তিনি বক্তব্যে বলেন, যাতে নিরিহ ছাত্র/ছাত্রীদের ব্যবহার করে কোন স্বাধীনতা বিরোধী কু-চক্র মহল ফায়দা লুটতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার অহব্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আঃ মতিন ঠান্ডু, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, শাহজাদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক মোঃ তাহসিন হোসেন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ভিপি লুৎফর রহমান, মোঃ শান্ত ইসলাম, মির্জা রাজু আহমেদ, এমদাদুল হক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।'
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শাহজাদপুরে কোটা বিরোধী আন্দোলনের প্রতিবাদে মাঠে নামলেন মুক্তিযোদ্ধারা https://corporatesangbad.com/475833/ |