লাল-সবুজের পতাকায় আজ কেন এত লাল?

Posted on July 18, 2024

বিনোদন ডেস্ক : দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলার ঘটানায় উত্তাল সারাদেশ। মঙ্গলবার (১৬ জুলাই) দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ সংঘর্ষে শিক্ষার্থীসহ ৬ জন নিহত হয়েছেন।এছাড়া হামলায় কয়েক শতাধিক সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় এখন সোশ্যাল মিডিয়াসহ সব মাধ্যম তোলপাড়।

এদিকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে একাত্মতা প্রকাশ করেছেন শোবিজ তারকারাও। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। হামলাকারীদের শাস্তিসহ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানিয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একইসঙ্গে হতবিহ্বল হয়ে পড়ছেন দেশ-বিদেশের সর্বস্তরের মানুষ। সেই হতাশা গ্রাস করেছে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকেও।

বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে আফরান নিশো লিখেছেন, ‘আমার সোনার বাংলা আমাদের প্রাণ লাল সবুজের পতাকা সবুজের মাঝে লাল। বাবা মুক্তিযোদ্ধা, চেতনা- লড়ব যদি যাক প্রাণ, লাল সবুজের পতাকা… তাদেরই প্রতিদান তাদের আত্মত্যাগের ঘ্রাণ।’

তিনি আরও লিখেন, ‘তবে আজ কেন এত লাল? সবুজে লাল খুঁজি, লালে সবুজ নয়। পতাকা হচ্ছে রক্তাক্ত, পুরো জাতি কি আজ অবুঝ? বলেন না? মা বলেন, আর চাইনা লাল, ফিরিয়ে দাও আমার সবুজ। লাল সবুজের পতাকায় আজ কেন এত লাল?’

তিনি শেষ দিকে লেখেন,

‘সবুজে লাল খুঁজি…
লালে নয় সবুজ
পতাকা হচ্ছে রক্তাক্ত…
পুরো জাতি কি আজ অবুঝ?
বলেন না?
মা বলেন …আর চাই না লাল…
ফিরিয়ে দাও… আমার সবুজ।
লাল-সবুজের পতাকায় আজ কেন এত লাল?
শান্তি চাই
হোক সংস্কার
অপমান চাই না
রক্তাক্ত রাজপথ চাই না
হোক সমাধান
লাল-সবুজের পতাকায় আর তো লাল চাই না…’

উল্লেখ্য, আফরান নিশোর বাবা একজন মুক্তিযোদ্ধা। কিছুদিন আগে তিনি মৃত্যুবরণ করেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হয়।