July 10, 2025 - 6:53 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলারিশাদকে এখনই তিন ফরম্যাটে খেলানোর পক্ষে নন শান্ত

রিশাদকে এখনই তিন ফরম্যাটে খেলানোর পক্ষে নন শান্ত

spot_img

স্পোর্টস ডেস্ক : আরও ভালোভাবে প্রস্তুত হবার পর, ক্রিকেটের তিন ফরম্যাটে স্পিনার রিশাদ হোসেনকে দেখতে চান বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বর্তমানে টি-টোয়েন্টিতে ভালো পারফরমেন্স করছেন রিশাদ। খেলাটি বুঝতে পারা এবং তার ক্রিকেটীয় জ্ঞান থেকে এটা স্পস্ট যে, ক্রিকেটের অন্যান্য ফরম্যাটেও সাফল্য পাবেন রিশাদ। কিন্তু এই মুহূর্তে অতিরিক্ত ক্রিকেটের চাপ তার ওপর দিতে চান না শান্ত। কারণ অতীতে অনেক প্রতিভাবান খেলোয়াড় শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হবার আগেই ক্রিকেটের তিন ফরম্যাটে খেলার কারণে নিজেদের হারিয়ে ফেলেছে। কেননা আন্তর্জাতিক ক্রিকেটে চাপ অনেক বেশি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুন পারফরমেন্স করেছেন রিশাদ। ৭ ম্যাচে ২৫ ওভার বোলিং করে ৭ দশমিক ৭৬ ইকোনমি রেটে ১৪ উইকেট নিয়েছিলেন ২১ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডার। বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন তিনি।

তবে বর্তমান পারফরমেন্সের উপর ভিত্তি করে, রিশাদ এখনই বড় ফরম্যাটের চাপ নিতে প্রস্তুত বলে মনে করেন না অধিনায়ক শান্ত।

শান্ত বলেন, ‘শুধু নির্বাচকরাই এ বিষয়ে ভালো বলতে পারবেন (রিশাদকে টেস্ট ক্রিকেট তারা খেলতে চান কিনা)।’
তিনি আরও বলেন, ‘আমার অভিজ্ঞতা থেকে আমি এটা বলতে পারি, সে এই মুহূর্তে লাল বলের ক্রিকেটের জন্য প্রস্তুত নয়। সে এখনও পুরোপুরি তৈরি নয়।’

নিজেদের পরবর্তী সিরিজে পাকিস্তান সফরে দু’টি টেস্ট খেলবে বাংলাদেশ। টেস্ট দলে সুযোগ পাবার দৌড়ে থাকা খেলোয়াড়রা চারদিনের ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত করছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের কোচিং প্যানেলে যোগ দেন পাকিস্তানের মুশতাক আহমেদ। এই কিংবদন্তি লেগ-স্পিনারের ছোঁয়া রিশাদকে বদলে বলে ধারনা করা হচ্ছে। কিন্তু টুর্নামেন্ট শেষ হবার পর বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে আর থাকেননি মুশতাক।

রিশাদের উন্নতির জন্য শুধুমাত্র মুশতাককেই কৃতিত্ব দিতে চান না শান্ত। রিশাদের অগ্রগতির জন্য স্থানীয় কোচদেরও কৃতিত্ব দেন তিনি।

শান্ত বলেন, ‘তিনি (মুশতাক) খুব ভালো কাজ করেছেন। বোর্ডের সাথে তার কি ধরনের চুক্তি ছিল তা আমি জানি না। সম্ভবত বিশ্বকাপ পর্যন্তই চুক্তি ছিল। ডিতনি দারুণ কাজ করেছে। তার সাথে রিশাদসহ বাকি স্পিনাররা খুব স্বাচ্ছন্দ্যবোধ করেছে।’

তিনি আরও বলেন, ‘আমি শুধু মুশতাককে কৃতিত্ব দিতে চাই না। দেশীয় কোচদেরও কৃতিত্ব পাওয়া উচিত। স্থানীয় কোচরাই তৈরি করেছেন রিশাদকে। অনেক অভিজ্ঞ মুশতাক। বিশ্বকাপ জিতেছেন, বিশ্বকাপজয়ী দলের কোচ ছিলেন। রিশাদের সাথে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং কিছু মূল্যবান টিপস দিয়েছেন মুশতাক।’

শান্ত আরও বলেন, ‘তিনি রিশাদের সাথে কিছু কৌশলগত বিষয় শেয়ার করেছেন। যা তার জন্য খুবই উপকারী ছিল। তবে স্থানীয় কোচদের ভূমিকা ছিল অনেক বড়। তাকে অনুপ্রাণিত করেছে সোহেল ইসলাম। তার কোথায় সমস্যা আছে, সেগুলো দেখিয়েছে। এছাড়া আরো কয়েকজন স্পিন বোলিং কোচও ছিলেন। রিশাদের সাথে তারা কাজ করেছেন। তাই স্থানীয় কোচ ও মুশতাকের কৃতিত্ব সমান-সমান।’

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ইস্টার্ন ব্যাংকের পরিচালনা পর্ষদ জিরো-কুপন সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে

পুঁজিবজিরি ডেস্ক: ইস্টার্ন ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ বুধবার (৯ জুলাই, ২০২৫) অনুষ্ঠিত বোর্ড সভায় জিরো-কুপন সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করার অনুমোদন দিয়েছে। কোম্পানি সূত্রে এ...

মামলার ফাঁদে বিষন্ন সিংগাইরের সালাউদ্দিনের জীবন

নিজস্ব প্রতিনিধি: মামলার ফাঁদে বিষন্ন হয়ে ওঠছে মানিকগঞ্জের সিংগাইরের সালাউদ্দিনের (৪০) জীবন। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে দুটি নাশকতা মামলার আসামী হয়ে দীর্ঘদিন হাজতবাস করেও...

বেনাপোলে টানা বৃষ্টিতে কদর বেড়েছে ছাতা কারিগরদের

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: ছয় ঋতুর দেশ বাংলাদেশ গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ছাতা কারিগরদের কদর বেড়েছে। সেই সঙ্গে ব্যস্ততা বেড়েছে তাদের। এ বছর...

দেশের প্রথম রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টারে পাইলট প্রকল্প শুরু

কর্পোরেট সংবাদ ডেস্ক: পক্ষাঘাতগ্রস্ত ও দীর্ঘমেয়াদি স্নায়ুজনিত রোগে আক্রান্ত রোগীদের পুনর্বাসনে নতুন যুগের সূচনা করছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ জুলাই) থেকে রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ...

এসএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার

কর্পোরেট সংবাদ ডেস্ক : ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামীকাল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশ করা হবে। শিক্ষা উপদেষ্টা ড. সি...

বিনিয়োগের আগে জেনে নিন ডরিন পাওয়ার সম্পর্কে

মো: মাহিদুল ইসলাম।। বিনিয়োগের আগে সংশ্লিষ্ট কোম্পানির সার্বিক অবস্থা জেনে বিনিয়োগ করা প্রয়োজন। এই ক্ষেত্রে অবশ্যই জানতে হবে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) শেয়ার...