চিরনিদ্রায় শায়িত হলেন আবু সাঈদ

Posted on July 17, 2024

কর্পোরট সংবাদ ডেস্ক: চিরনিদ্রায় শায়িত হলেন পুলিশের গুলিতে নিহত কোটা সংস্কার আন্দোলনের সমন্বয় কমিটির সদস্য ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ। আজ বুধবার (১৭ জুলাই) সকাল ৯টায় রংপুরে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে জাফরপাড়া মাদরাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

পরে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন আবু সাঈদ। জানাজায় ইমামতি করেন, আবু সাঈদের আত্মীয় মো. সিয়াম মিয়া।

এর আগে, সকালে কড়া পুলিশ পাহারায় মরদেহ নিয়ে যাওয়া হয় সাঈদের বাড়িতে। জেলার জাফর পাড়া কামিল মাদ্রাসা মাঠে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে জানাজা সম্পন্ন হয়। এ সময় বিপুল পরিমাণ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। জানাজায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কলা অনুষদের ডিন ড. শফিক আশরাফসহ শিক্ষকরা অংশ নেন। নামাজের জামাতে ইমামতি করেন ভাতিজা আবু সিয়াম মিয়া।

এদিকে, সাঈদের মৃত্যুতে ওই এলাকায় চলছে শোকের মাতম। বাবা মা ভাই বোন এবং স্থানীয়দের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার দুপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা চালায় পুলিশ এবং ছাত্রলীগ। এ সময় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি হন সাঈদ। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাঈদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১২ তম ব্যাচের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র। সাঈদের বাবা মকবুল হোসেন আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। ৯ ভাই বোনের মধ্যে ছোট ছিল সাইদ।