দর পতনের শীর্ষে প্রাইম টেক্সটাইল

Posted on July 16, 2024


পুঁজিবাজার ডেস্ক
: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ২২১টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেডের।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ২.৯৯ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্সুরেন্সের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৫ টাকা ৩০ পয়সা বা ২.৯৮ শতাংশ।

আর ২০ পয়সা বা ২.৯৮ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আইটি কনসালন্টসের ২.৯৮ শতাংশ, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের ২.৯৭ শতাংশ, খান ব্রাদার্সের ২.৯৫ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ২.৯৪ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ২.৯৪ শতাংশ, বিচ হ্যাচারির ২.৯৩ শতাংশ এবং ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২.৯২ শতাংশ দর কমেছে।