শাহজাদপুরে মদের দোকান বন্ধ করে সিলগালা, সর্বস্তরে স্বস্তির বাতাস

Posted on July 15, 2024

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের দ্বারিয়াপুর বাজারের নতুনমাটি এলাকার পৌর মার্কেটের মদের দোকান সিল করে দেওয়া হয়েছে। রবিবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে সিরাজগঞ্জ মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: রুহুল আমিন এই সিল করে দেন। মদের দোকান সিল করে দেওয়ায় শাহজাদপুরের সর্বস্তরে স্বস্তির বাতাস বৈছে।

গত শুক্রবার বাদ জুম্মা শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর বাজারের বাটার মোড়ে উপজেলার শতাধিক মসজিদের মুসল্লি, মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা নতুনমাটি পৌর মার্কেটের মদের দোকান বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেন। এর পরের দিন শনিবার শাহজাদপুরের হরিজন সম্প্রদায়ের কিছু লোক মদের দোকান চালুর দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেন। ফলে শাহজাদপুর শহরে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। তাই শাহজাদপুর শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে ওই মদের দোকান বন্ধ করে দিয়ে সিলগালা করে দেওয়া হয়।'

এ বিষয়ে আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র শাহজাদপুর নতুনমাটি পৌর মার্কেটের একটি দোকানে প্রকাশ্যে মদ বিক্রি করে আসছিল। ফলে শাহজাদপুরের অলিতে গলিতে মদের ভয়াবহতা ছড়িয়ে পড়ে। এতে স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র সহ সর্ব স্তরের তরুণ ও যুবক এই মদের নেশায় আশক্ত হয়ে অকালে জীবন ধংস করতে থাকে। এসব বিপথদামী মেধাবী তরুণদের এই ভয়াবহ নেশা থেকে বাঁচাতে সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য চয়ন ইসলাম তার নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলেন, তিনি নির্বাচিত হলে সবার আগে তিনি শাহজাদপুরে মদের দোকান বন্ধের ব্যবস্থা করবেন। তিনি তার কথা অনুযায়ী নির্বাচিত হওয়ার পর শাহজাদপুরে মদের দোকান বন্ধের দাবী জানিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ডিও লেটার প্রেরণ করেন। কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অজ্ঞাত কারণে তা বন্ধ না করায় শাহজাদপুরে এর ভয়াবহতা আরও বেড়ে যায়। ফলে শাহজাদপুরের যুব সমাজকে ধংসের দ্বারপ্রান্ত থেকে রক্ষায় গত শুক্রবার বাদ জুম্মা শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর বাজারের বাটার মোড়ে উপজেলার শতাধিক মসজিদের মুসল্লি, মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা নতুনমাটি পৌর মার্কেটের মদের দোকান বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেন। এ নিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হওয়ায় দ্রুত পদক্ষেপ নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওই মদের দোকান দ্রুত বন্ধ করে দিয়ে সিলগালা করে দেন।

এ বিষয়ে জানতে সিরাজগঞ্জ মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: রুহুল আমিনের মোবাইল ফোনে একাধিক কল করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

শাহজাদপুর থানার ওসি সবুজ রানা মদের দোকান বন্ধ করে সিলগালা করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি সিদ্ধান্তের মাধ্যমে নতুনমাটি পৌর মার্কেটের মদের দোকান মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে বন্ধ কওে দিয়ে সিলগালা করে দেওয়া হয়েছে। এ নিয়ে এখন শাহজাদপুরে শান্ত পরিবেশ বিরাজ করছে।'