চায়ের রাজ্যে পর্যটকের আনাগোনায় সরগরম

Posted on September 30, 2023

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী ও সরকারি টানা ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে উঠেছে মৌলভীবাজার। জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার টিলাঘেরা সবুজ চা বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধ, নয়নাভিরাম মাধবপুর লেক, হামহাম জলপ্রপাত, মাগুরছড়া খাসিয়া পুঞ্জি, ডবলছড়া খাসিয়া পুঞ্জিসহ বিভিন্ন পর্যটন স্পটগুলোতে যেন পা ফেলার জায়গা নেই।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন পয়েন্টে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের চাপ দেখা যায়। তাদের গন্তব্য চায়ের রাজ্যের বিভিন্ন পর্যটন স্পট। কেউ আগেই হোটেল বুকিং দিয়ে রেখেছেন, আবার কেউ ছুটছেন বুকিং দিতে।

এদিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের টিকিট কাউন্টার থেকে জানা যায়, শুধু শুক্রবার কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে প্রায় ৭১ হাজার ৮০৮ টাকা।

অন্যদিকে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে থানা পুলিশের একটি টীমকে সকাল থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত প্রতিটি জায়গায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে টহল দিতে দেখা যায়।

এদিকে ট্যুরিস্ট পুলিশের দায়িত্বে থাকা শ্রীমঙ্গল জোনের ইনচার্জ প্রদীপ কুমার চক্রবর্তী বলেন,পর্যটকদের সার্বিক নিরাপত্তার জন্য আমরা সবসময় নিয়োজিত আছি। পর্যটকরা যাতে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন সেজন্য আমরা কাজ করছি।

আরও পড়ুন:

সিলেটে পর্যটকদের ঢল, মাজারেও রাত্রিযাপন