বিএইচবিএফসি ও রাজউকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

Posted on July 11, 2024

কর্পোরেট ডেস্ক: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক নির্মিত ও নির্মাণাধীন ফ্ল্যাটে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এর গৃহ নির্মাণ ঋণ প্রদান বিষয়ে এ দুটি সংস্থার মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাজধানীতে রাজউক ভবনে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকটি স্বাক্ষরের ফলে রাজউক কর্তৃক নির্মিত ও নির্মাণাধীন ফ্ল্যাটে বিএইচবিএফসি'র গৃহনির্মাণ ঋণ বিতরণ প্রক্রিয়া আরো সহজ এবং স্বল্প সময়ে সম্পন্ন হবে। বিএইচবিএফসি'র পক্ষে ঋণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মহাব্যবস্থাপক জেড.এম হাফিজুর রহমান এবং রাজউক-এর পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন) মোঃ মমিন উদ্দিন এতে স্বাক্ষর করেন।

এ সময় বিএইচবিএফসি'র উপব্যবস্থাপনা পরিচালক মোঃ নূর আলম সরদার, রাজউকের উপ-পরিচালক লিটন সরকার এবং উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হওয়ায় বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতঃ আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।