সূচকের বড় পতনে লেনদেন শেষ

Posted on July 11, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১১ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭ টি কোম্পানির ২১ কোটি ৩ লক্ষ ৩৪ হাজার ৪৮৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬৬৪ কোটি ২৮ লাখ ৮৯ হাজার ১৩৫ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৬১.৬৭ পয়েন্ট কমে ৫৫০৬.৭৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৫.৭৭ পয়েন্ট কমে ১৯৪২.৩৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১১.৯৫ পয়েন্ট কমে ১২০৭.৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ৩৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- সী পার্ল, স্যালভো কেমিক্যাল, অরিয়ন ইনফিউশন, তৌফিকা ফুড, আলিফ ইন্ডাঃ, আফতাব অটোস, ওআইম্যাক্স, গ্লোবাল হেভী কেমিক্যাল, সানলাইফ ইন্সুঃ ও দেশবন্ধু পলিমার।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- গ্লোবাল হেভী কেমিক্যাল, স্যালভো কেমিক্যাল, ওআইম্যাক্স, এনআরবি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, আফতাব অটোস, দেশবন্ধু পলিমার, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক মি. ফা., ডেফোডিল কম্পিউটার ও প্রগতি লাইফ ইন্সুঃ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বিবিএস কেবলস, লিন্ডে বিডি, ডেল্টা লাইফ ইন্সঃ, আমরা টেক, ইস্টার্ন হাউজিং, গ্রীন ডেল্টা ইন্সুঃ, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনিয়ন ইন্সুঃ, বেক্সিমকো ফার্মা ও প্রাইম টেক্স।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৬৩৬৫২৬৩৪৪১৩৬.৪০।