মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: চকরিয়া কাকারায় বন্যহাতির আক্রমণের শিকার জনু আরা বেগম (৪০)অবশেষে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামে মৃত্যুবরণ করেছেন। সোমবার রাত ১০টার দিকে ওই নারীর বাড়ির আঙিনায় এসে দলছুট একটি বন্যহাতি আক্রমণ করেন।
বুধবার (১০ জুলাই) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
তিনি উপজেলার কাকারা ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্ব কাকারা পাহাড়তলি এলাকার মোহাম্মদ হেলাল উদ্দীনের সহধর্মিণী এবং ছাত্রলীগ নেতা এস এম সাইমন চৌধুরীর মা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় চেয়ারম্যান শাহাব উদ্দিন বলেন এ নারীকে সোমবার রাতে তার বাড়ির পাশে এসে দলছুট বন্যহাতি আক্রমণ করে। এতে গুরুতর আহত হয় তিনি। পরে আজ বুধবারে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামে তার মৃত্যু হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, কাকারায় হাতির আক্রমণে জনু আরা নামে এক নারী আহত হওয়ার পর আজ সকালে মারা গেছে শুনেছি। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু https://corporatesangbad.com/474857/ |