সূচকের সাথে কমেছে লেনদেনও

Posted on July 10, 2024

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৪ টি কোম্পানির ৩২ কোটি ৭২ লক্ষ ২৮ হাজার ৬৪৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৯৬৭ কোটি ২২ লাখ ৫৪ হাজার ২৬৭ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ২৬.২০ পয়েন্ট কমে ৫৫৬৮.৪৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৬.৪০ পয়েন্ট কমে ১৯৫৮.১৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.৮৫ পয়েন্ট কমে ১২১৯.৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ২৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: বীচ হ্যাচারী, অরিয়ন ফার্মা, সী পার্ল, ইন্ট্র্যাকো রিফুয়েলিং, স্যালভো কেমিক্যাল, জেএমআই হসপিটাল, তৌফিকা ফুড, এশিয়াটিক ল্যাব, ফারইস্ট নিটিং ও আফতাব অটোস।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: জিকিউ বল পেন, দেশবন্ধু পলিমার, ইন্ট্র্যাকো রিফুয়েলিং, গ্লোবাল হেভী কেমিক্যাল, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, রিলায়েন্স ওয়ান দি ফার্স্ট স্কীম, বিডি ফাইন্যান্স, জেমীনি সী ফুড, ন্যাশনাল হাউজিং ও এনআরবিসি ব্যাংক।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: পূরবী জেনারেল ইন্সুঃ, বিবিএস, লিন্ডে বিডি, আইটিসি, সোনালি লাইফ ইন্সুঃ, জাহিন টেক্স, ইস্টার্ন ইন্সুঃ, রূপালি লাইফ ইন্সুঃ, বিডি থাই ফুড ও এশিয়া প্যাসেফিক ইন্সুঃ।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৬৮৭২৪০১৩২৩৪৯.০০।