জাকির হোসেন আজাদী: বিদ্যাসভা স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি ২০২৩) উত্তরায় নিজ স্কুল ক্যাম্পাসে এই ফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ওয়ার্ক ফর বেটার সোসাইটি কর্তৃক পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের বিনাবেতনে অধ্যয়নের জন্য বিদ্যাসভা নামে ২০২১ সালে উত্তরার পাশে বাউনিয়াতে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়। এক বছর যেতে না যেতেই স্কুলটি এলাকার মধ্যে একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হিসেবে সকলের আস্থার যায়গাটি দখল করে নিয়েছে। এখানে এখন নিয়মিত পাঠদান পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। সেই হিসেবে বিদ্যাসভা মঙ্গলবার (১০ জানুয়ারি, ২০২৩) দুপুর ১২টায় বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ক ফর বেটার সোসাইটি'র সম্মানিত ফাউন্ডার এন্ড চেয়ারম্যান বিশিষ্ট অভিনেত্রী আনিকা তাবাসসুম। তাছাড়াও এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল কাদের, সাদিয়া উম্মে হানি , তানিয়া, সহ (ডব্লিউ'বি'এস)এর সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
অভিনেত্রী আনিকা তাবাসসুম তাঁর বক্তব্যে বিদ্যাসভার লক্ষ্য ও উদ্দেশ্য উল্লেখ্য পূর্বক প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে (ডব্লিউ'বিএ'স) এর এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল কাদের তার বক্তব্যে সুবিধাবঞ্চিত শিশুদের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করার কার্যকর পদক্ষেপের কথা তুলে ধরেন।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রখ্যাত ভাষা বিশেষজ্ঞ হাসিবুর রহমান। তিনি বিদ্যাসভার কচিকাঁচা শিশুদের পারফরম্যান্স দেখে মুগ্ধ হন ও প্রতিষ্ঠানটির ভুয়সী প্রশংসা করেন। অন্যান্য অতিথিগণও বিদ্যাসভার কার্যক্রমে মুগ্ধ হয়ে এই প্রতিষ্ঠানের উজ্জ্বল ভবিষ্যৎ কাম্য করেন।
অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিল ওয়ার্ক ফর বেটার সোসাইটি এবং দুপুরের খাবার স্পনসর করেছে আমরা ২০২১।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বিদ্যাসভা স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন https://corporatesangbad.com/4746/ |