সেলিব্রেটি ক্রিকেট লিগে তারকাদের মারামারি, আহত ৬

Posted on September 30, 2023

বিনোদন ডেস্ক : তারকাদের নিয়ে আয়োজন করা হয় 'সেলিব্রেটি ক্রিকেট লিগ'। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সেলিব্রেটি ক্রিকেট লীগের গ্রুপপর্বের এক ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয় জনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা দেয়া হয়।

আয়োজক সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের মধ্যে খেলা ছিল। প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনের খেলায় মাঠে নামেন দুই দলের খেলোয়াড়রা। ম্যাচে মোস্তফা কামাল রাজের দল ১২০ রানের টার্গেট দেয়। পরে রুদ্ধশ্বাস ম্যাচে তারা ৬ রানের জয় পায়।

তবে বিজয় উল্লাস করতে গিয়ে বিপত্তির শুরু। দুই দলের খেলোয়াড়রা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় আহত হন দীপনের দলের বেশ কয়েকজন খেলোয়াড়। এরপর দীপনের দলের ছয় জন চিকিৎসা নেন পঙ্গু হাসপাতালে।

আহতদের মধ্যে রয়েছেন শিশির শিকদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও শেখ জাহিদ।

আহতদের অভিযোগ, মোস্তফা কামাল রাজ ও শরিফুল ইসলাম রাজ মদ্যপ অবস্থায় তাদের ওপর কোনো কারণ ছাড়াই হামলা চালিয়েছেন। এরপর রাজের সমর্থকরাও হামলায় অংশ নেন।

এ বিষয়ে দীপংকর দীপন বলেন, ‘ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত মাঠে কোনো বল গড়াবে না।’

দীপঙ্কর দীপনের দলের খেলোয়াড় নায়ক জয় চৌধুরী জানান, নির্মাতা রাজ অভিনেতা মনোজ প্রামাণিককে মেরে ফেলার হুমকিও দেন। এ ছাড়া আয়োজকদের নামে ম্যাচ পাতানোর অভিযোগ এনেছেন তিনি।

দীপনের দলের খেলোয়াড়দের জনপ্রিয় অভিনেতা মনির হোসেন শিমুল অভিযোগ করে বলেন, তারা বাইরে থেকে সন্ত্রাসী এনে আমাদের ওপর আক্রমণ শুরু করে। এটা কোন ধরনের সিসিএল খেলা?

এদিকে প্রেস কনফারেন্সে ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

প্রায় দু সপ্তাহ প্র্যাকটিস শেষে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই আয়োজনের পর্দা নামবে ৩০ সেপ্টেম্বর।

এই সেলিব্রেটি ক্রিকেট লিগে (সিসিএল) মোট আটটি দলে ভাগ হয়ে লড়ছেন শোবিজের কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিচ্ছেন। এসব দলের নেতৃত্বে দিচ্ছেন, গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপঙ্কর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফি।

আরও পড়ুন:

সড়ক দুর্ঘটনায় আহত তানজিন তিশা

কলকাতার সিনেমায় অপূর্ব