গাজীপুরে ৮ম দিনেও চলছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

Posted on July 8, 2024

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের ৮ম দিনের মতো পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে BREB-PBS পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে বেতন বৈষম্য, মানহীন ও নিম্নমানের মালামাল সরবরাহ, অভিন্ন চাকরি বিধি ও চাকরি স্থায়ীকরনের দাবিতে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন।

সোমবার (৮ ‍জুলাই) সমিতির প্রধান কার্যালয়ে ৫ শতাধিক কর্মকর্তা-কর্মচারী এ কর্মবিরতিতে যোগ দেন। তারা ব্যানার ফেস্টুন নিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত ওয়ারলেস গেটে অবস্থিত গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন। এতে সমিতির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী বক্তব্য রাখেন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকলেও জরুরি গ্রাহক সেবা ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানান তারা। ৮ম দিনের কর্মবিরতিতে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা গণস্বাক্ষর কমসূচি পালন করেন।