সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস ও মিনি ট্রাকের সংঘর্ষে আলফাজ (৪০) নামের এক চালক গুরুত্বর আহত হয়েছে।
রোববার (৭ জুলাই') সোয়া ১টার দিকে কালিয়াহরিপুর ইউনিয়নের বারাকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। অপরদিকে কড্ডার দিকে ভুট্রা বহনকারী একটি মিনি ট্রাক ঘটনাস্থলে পৌছলে দ্রুতগামী বাসটি ধাক্কা দিয়ে চলে যায়। এসময় ট্রাকের বডি মালামালসহ সামনের অংশ ধুমরে মুচরে যায়। এতে চালক গুরুত্বর ভাবে আহত হয়।
স্থানীয়রা চালক আলফাজকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়।'
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালক আহত https://corporatesangbad.com/474289/ |