তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে পৃথক অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে কুলাউড়া থানা এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- আবুল কালাম ফজলু (২৭) এবং আশিদ আলী (২৫)।
শনিবার (৬ জুলাই) রাতে কুলাউড়া থানার এসআই আতাউর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ পৌরসভার চাতলগাঁও এলাকার পালকি কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
ঘটনাস্থলে আটককৃত ব্যক্তিদ্বয়ের হেফাজত থেকে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট এবং ব্যবহারকৃত একটি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়। এছাড়া জেলা গোয়েন্দা শাখার অপর এক অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সামছুল হক জুয়েল(৪৮) নামে একজনকে আটক করা হয়েছে।
শনিবার (৬ জুলাই) রাতে মৌলভীবাজার পৌরসভাস্থ লেইক রোড এলাকায় অভিযান পরিচালনা করে সামছুল হক জুয়েলকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
সামছুল হক জুয়েল মৌলভীবাজার শহরের আরামবাগ এলাকার মৃত মাসুক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ ৭টি মামলা রয়েছে।
এসব ঘটনায় কুলাউড়া ও মৌলভীবাজার সদর থানায় আলাদা আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আজ রোববার আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মৌলভীবাজারে পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ৩ https://corporatesangbad.com/474277/ |