সূচকের বড় উত্থানে লেনদেন শেষ

Posted on July 7, 2024

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৮ টি কো¤পানির ৩১ কোটি ৪৫ লক্ষ ৫৭ হাজার ৫৬৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৯০৮ কোটি ৭৭ লাখ ৮৫ হাজার ৫০১ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৬১.৩৮ পয়েন্ট বেড়ে ৫৫৫৮.৯৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৩.১৬ পয়েন্ট বেড়ে ১৯৬৪.৪৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৬.১৪ পয়েন্ট বেড়ে ১২১৪.৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৩০৫টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো: সী পার্ল, বিএটিবিসি, অরিয়ন ফার্মা, স্যালভো কেমিক্যাল, এশিয়াটিক ল্যাব, তৌফিকা ফুড লাভেলো, সোনালি পেপার, ফারইস্ট নিটিং, ই-জেনারেশন ও রূপালি লাইফ ইন্সুঃ।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো: এলআর গ্লোবাল ফার্স্ট মি. ফা., খান ব্রার্দাস পিপি, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., ডরিন পাওয়ার, আইসিবি ৩য় এনআরবি মি. ফা., বে-লিজিং, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, ফনিক্স ফাইন্যান্স, এস আলম কোল্ড ও আনলিমা ইয়ার্ন।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো: নিউ লাইন, ওয়ালটন হাই টেক, জাহিন টেক্স, ্েগাল্ডেন জুবলি মি. ফা., ডিজিআইসি, রহিমা ফুড, ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড, ক্রিস্টাল ইন্সুঃ, সিম টেক্স ও ওয়াটা কেমিক্যাল।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৭৩২০৯৮৪১৮৮১১.০০।