নির্মাণাধীন বাড়ির দেয়ালে পা হারানো শিশু রাসেলের ক্ষতিপূরণ চেয়ে রিট

Posted on July 7, 2024

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর ডেমরার কোনাপাড়ায় দেয়ালচাপায় শিশু রাসেলের পা হারানোর ঘটনায় পর্যাপ্ত ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ রোববার (৭ জুলাই) বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানির কথা রয়েছে।

রিটের শুনানিতে স্ট্রেচারে করে শিশু রাসেলকে হাইকোর্টে নিয়ে আসা হয়।

গত ১১ মে কোনাপাড়ার আবদুল বারেক মজুমদার সড়কে মাটি কাটার মেশিনের (ভেকু) ধাক্কায় নির্মাণাধীন বাড়ির দেয়াল ভেঙে চাপা পড়ে টুটল (৪৫) নামের এক পথচারীর মারা যান। এ সময় রাসেল (৯) গুরুতর আহত হয়।

এ ঘটনায় হওয়া মামলার বিবরণ থেকে জানা যায়, ওই এলাকার ২৪৭/২ হোল্ডিং এর বাউন্ডারির ভেতর থেকে একটি ভেকু কাজ করছিল। সে সময় ওই পথ দিয়ে শিশু রাসেল ও টুটুল হেঁটে যাচ্ছিলেন। এ সময় বিকট শব্দ করে একটি দেয়াল ভেঙে পড়ে। এতে দুজন চাপা পড়ে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় মাথা থেতলে ঘটনাস্থলেই মারা যান টুটুল। দেয়াল চাপায় শিশু রাসেলের কোমর পর্যন্ত থেঁতলে যায়। ঢামেকে নিয়ে আসার পর রাসেলের এক পা কেটে ফেলা হয়।