সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে মাদক সহ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের ভাই মোস্তফা (৩৫) কে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে পৌর এলাকার চালা পলাশ মার্কেট থেকে আটক করা হয়।
আটকের বিষয় নিশ্চিত করেছে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার।
আটক মোস্তফা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখের ছোট ভাই ও চরচালা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি') খায়রুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোস্তফাকে ২৬ পিছ ইয়াবা সহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
কর্পোরেট সংবাদ/এএইচ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বেলকুচিতে ইয়াবাসহ উপজেলার ভাইস চেয়ারম্যানের ভাই আটক https://corporatesangbad.com/47413/ |