সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন জোরপুল চান্দাইকোনা জমজম হোটেলের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর' একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
বৃহস্পতিবার (৪ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে র্যাব-১২'র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি মোঃ আসাদ আলী (৫৫), নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার চিরইপাড়া গ্রামের মৃত আশিকুর আলীর ছেলে ও চয়ন তলা পাত্র (৪০), বগুড়া জেলার আদমদীঘি থানার কুন্ডকগ্রাম গ্রামের মৃত ডিজেন্দ্রনাথ তলা পাত্র ছেলে। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও নগদ ৭,৯৪৫/-টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।'
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সিরাজগঞ্জে ১৬০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ https://corporatesangbad.com/473951/ |