মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের ভাটবাউর গ্ৰামে ক্লাবের কমিটিকে কেন্দ্র করে তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনায় বহিরাগত ব্যক্তি দ্বারা মাওলানা আশিকুর রহমানের ওপর হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
জানা যায়, গত শনিবার (২৯ জুলাই) দিঘী ইউনিয়নের ভাটবাউর গ্রামে ভাটবাউর যুব সংঘ ক্লাবের কমিটি নিয়ে আলোচনা কালে তর্ক-বিতর্ক সৃষ্টি হয়। সে সময় বহিরাগত ব্যক্তি দ্বারা মাওলানা আশিকুর রহমান হামলা করা হলে সহিংসতার সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারসহ এলাকার বিভিন্ন দোকানপাট বন্ধ করে দেয় বহিরাগত কয়েকজন দুর্বৃত্তরা এবং জেলা আলেম-উলামা কমিটিকে ভুল বুঝিয়ে বিক্ষোভ মিছিল করান তারা। এতে করে এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসীরা জানান, একজন ব্যক্তির উস্কানিমূলক বক্তব্যে তর্ক বিতর্ক ও হাতাহাতির সৃষ্টি হয়। এই এলাকার বাহিরের কিছু লোক এসে ঝামেলার সৃষ্টি করে। এই ধরনের সহিংসতা করা মোটেই উচিত হয়নি। শান্তি সম্প্রীতির সাথে বসবাস করতে চাই। আলেম-ওলামাদের ভুল বুঝিয়ে এই শান্তি সম্প্রীতি নষ্ট করছে একটি কুচক্রী মহল।
স্থানীয় মোঃ আজমত আলী নামের এক দোকানদার বলেন, কয়েকজন বহিরাগত লোক এসে আমার দোকানে তালা দেয় এবং আমাকে হুমকি দেয় আমি যেনো দোকান না খুলি।
মহিদুর জানান, আমাদের এলাকায় এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এরকম শান্তি বিনষ্ট করছে যারা তাদের শাস্তি হওয়া উচিত।
আব্দুস সামাদ মাস্টার বলেন, আমাদের এলাকায় অনেক শান্তিপ্রিয়। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, ভুল বুঝিয়ে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এলাকাতে একপ্রকার থমথমে পরিবেশ বিরাজ করছে এখন।
ইয়াজউদ্দিন নামে এক দোকানি বলেন, এই ছোটখাটো বিষয়ে এত বড় গ্যাঞ্জাম আমরা পছন্দ করি না। সাধারণ আলোচনা কে কেন্দ্র করে এরকম ঘটনা ঘটলো। আমরা চাই শান্তি ও সম্প্রীতি। সকাল হলে একে অপরের সাথে দেখা হবে। এসব সহিংসতা বন্ধ করা উচিত।
ভাটবাউর যুব সংঘ ক্লাবের সভাপতি মোঃ রাজিব মিয়া বলেন, বিগত কয়েক মাস আগে আমাদের এই ক্লাবের কমিটি গঠন হয়। সেটা মানতে নাড়াজ ছিলো অনেকেই। সেই নিয়ে গত ২৯ তারিখ শনিবার একটি আলোচনা সভা হয় আমাদের এই মাঠে। সে আলোচনা সভায় একজনের সাথে তর্ক বিতর্কের কারনে হাতাহাতি হয়। সেই হাতাহাতি যারা করেছে তারা আমাদের এলাকার কেউ না। শুধু শুধু সহিংসতা বৃদ্ধি করছে। মাওলানা, আলেম ও ইমাম সাহেবগণদের ভুল বুঝিয়ে একটি কুচক্রী মহল এই সহিংসতার সৃষ্টি করছে। তবে আমরা শান্তির পক্ষে, আমরা চাই এলাকার সবাই আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে। এলাকাবাসী একপ্রকার আতঙ্কের মাঝে রয়েছে এখন।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন বলেন, এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মানিকগঞ্জে সহিংসতার ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী https://corporatesangbad.com/473932/ |