সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে যমুনা নদীর পানি। প্রতি ঘণ্টায় বাড়ছে ২ সেন্টিমিটারের অধিক পানি। বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল থেকে এ অবস্থা বিরাজ করছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ১১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আর কাজিপুর পয়েন্টে একই সময়ে ১৪ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ অবস্থায় উত্তাল যমুনায় প্রবল স্রোতে ফুসে উঠছে। এ পরিস্থিতিতে সিরাজগঞ্জের ৫টি উপজেলা কাজিপুর, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার নদীতীরের নিম্মাঞ্চল সমূহ এবং চরাঞ্চলের লোকালয়ে পানি প্রবেশ করেছে। এসব এলাকার কিছু কিছু বসতবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় লোকজন নিরাপদে আশ্রয় নিতে নিচ্ছে।
এ অবস্থায় আরো ২/৩দিন পানি বাড়ার আশঙ্কার পাশাপাশি স্বল্প মেয়াদি বন্যার আশঙ্কা করছে পাউবো।
এদিকে, যমুনা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে কিছু কিছু এলাকায় নদীতীরে ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনের ভাঙনে শাহজাদপুর উপজেলার পাচিলসহ আশপাশের এলাকায় শতাধিক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এ ছাড়াও কাজিপুর ও চৌহালী উপজেলার কয়েকটি স্থানে নদীতীরে ভাঙনের খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে জরুরী সভা করেছে জেলা প্রশাসন।'
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সিরাজগঞ্জ বিপৎসীমার ওপরে যমুনার পানি https://corporatesangbad.com/473916/ |