তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে বিষপানে এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার (৩রা জুলাই) সকাল সাড়ে ৯টায় পৌর এলাকার রামপাশা গ্রামে নিজ বসত ঘরে বিষপান করছে।
নিহত হিমেল মিয়া (৩৫) উপজেলার রামপাশা গ্রামের খুদুর মিয়ার ছেলে।
জানা যায়, দীর্ঘদিন থেকে সে মানসিক রোগে ভোগছিল। পারিবারের সকলের অজান্তে অভিমান করে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কমলগঞ্জ পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর শিউলি আক্তার শাপলা বলেন, বিষপানে নিহত ব্যাক্তি দীর্ঘদিন থেকে মানসিক সমস্যায় ভোগছিলেন। সবার অগোচরে বিষপানে আত্মহত্যা করে।
কমলগঞ্জ থানার অফিসার (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, বিষপানে মৃত্যুর বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কমলগঞ্জে বিষপানে যুবকের আত্মহত্যা https://corporatesangbad.com/473827/ |