সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

Posted on July 3, 2024

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কর্মদিবস বুধবার (৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫ টি কোম্পানির ১৭ কোটি ৭ হাজার ২২৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৩৯ কোটি ২৭ লাখ ৭০ হাজার ৯৪৫ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৩৩.৬৫ পয়েন্ট বেড়ে ৫৩৭৩.৮৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৮.৩০ পয়েন্ট বেড়ে ১৯১২.৯৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৮.৮১ পয়েন্ট বেড়ে ১১৮৬.৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪১টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বীচ্ হ্যাচারী, ইউনিলিভার কনজ্যুমার, আলিফ ইন্ডা:, ওরিয়ন ইনফিউশন, সোনালি পেপার, অরিয়ন ফার্মা, প্রগতি লাইফ ইন্সুঃ, এশিয়াটিক ল্যাব, নাভানা ফার্মা ও সী পার্ল।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- খান ব্রার্দাস পিপি, সিলকো ফার্মা, কেডিএস এক্সেসরিজ, পেনিনসুলা চিটাগাং, ন্যাশনাল হাউজিং, হাইডেলবার্গ সিমেন্ট, বেঙ্গল উইন্ডসোর, ওয়াই ম্যাক্স, ইউনাইটেড ফাইন্যান্স ও সোনালি পেপার।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:-এটলাস বাংলা, লিন্ডে বিডি, আইএফআইসি ফার্স্ট মি. ফা., খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, এশিয়াটিক ল্যাব, অ্যাপোলো ইস্পাত ও সাইফ পাওয়ার, সিকদার ইন্সুঃ, এআইবিএল ফার্স্ট মি. ফা. ও ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৬১৮৬৩৮০০৩৬৫৮.০০।