সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে মিশামো হ্যাচারী থেকে ভাঙ্গা, নষ্ট, ও বাতিল ডিম অসাধু কিছু ব্যাবসায়ীদের নিকট প্রতি পিস ৩-৪ টাকা মূল্যে বিক্রি করে। আর এই ডিম সাধারণ জনগণ বিভিন্ন হোটেলে ২০-২৫ টাকায় কিনে খাচ্ছে'।
এমন অভিযোগে ওই প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খালিদ হাসান।
বৃহস্পতিবার সকালে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের টাগড়া-কাটাগাড়ী মোড়ে অবস্থিত মিশামো হ্যাচারীতে ৫০ হাজার টাকা জরিমানা ও ভবিষ্যতে এ ধরনের কাজে জড়িত না হওয়ার বিষয়ে সাবধান করা হয়েছে।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি') মোঃ খালিদ হাসান জানান, সাধারণ জনগন স্বাস্থ্য ঝুকির পাশাপাশি অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় মিশামো হ্যাচারীকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
তাড়াশে ভাঙ্গা ও নষ্ট ডিম বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা https://corporatesangbad.com/47370/ |