দুই দিনে নিভে গেল চার তরুণের আশার আলো

Posted on September 28, 2023

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় বিগত দুই দিনে নিভে গেল চার তরুণের আশার আলো। চলে গেল না ফেরার দেশে। সবাইকে কাঁদিয়ে বিদায় নিয়ে গেল পৃথিবী থেকে।

চার তরুণের মধ্যে তিন জনের জীবন কেড়ে নেওয়ার অন্যতম সহযোগী হচ্ছে মোটরসাইকেল নামক যন্ত্রটি।

২৬ সেপ্টেম্বর বিকাল ৫ টার সময় চকরিয়ার মালুমঘাটস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকের চাপায় নিহত হয় বদরখালী ইউপি সদস্য রুকন উদ্দিন খোকা নামে এক মোটরসাইকেল আরোহী। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তিনি বদরখালী ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত ইউপি সদস্য। তার মৃত্যুতে বদরখালীতে শোকের ছায়া নেমে আসে। তিনি ছিলেন একজন সহজ,সরল ও ন্যায়পরায়ণ ব্যক্তি। বদরখালী বাসী তার এ মৃত্যুকে মেনে নিতে পারছে না। রুকন উদ্দিন খোকা বদরখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা সাবেক ইউপি সদস্য বাহাদুল আলমের ছেলে।

২৬ সেপ্টেম্বর একই দিনে ঢাকায় নিহত হয় তাহমিদ হোসেন মিম নামে এক তরুণ যুবক। তার মৃত্যু প্রথমে ট্রেনের ধাক্কায় হয়েছে দাবি করা হলে পরে তা বিপরীতে মোড় নেই। দাবি করা হয় তাকে হত্যা করা হয়েছে।ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে সঠিক তথ্য জানানোর জন্য। তিনি লেখা-পড়া করতে গেছে ঢাকাতে। তিনি ছিলেন অত্যন্ত সহজ সরল। তার মৃত্যুতে বদরখালীতে শোকের ছায়া নেমে এসেছে।তাহমিদ হোসেম এশিয়া মহাদেশের সর্ববৃহৎ বদরখালী কৃষি ও উপনিবেশ সমবায় সমিতির সভাপতির দেলোয়ার হোছাইনের একমাত্র ছেলে।

২৮ সেপ্টেম্বর বিকাল ২ টা ৪৫ মিনিটের সময় চকরিয়া বার আউলিয়া নগর স্টার লাইন পরিবহনের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়। তারা ২ জন চকরিয়া সরকারি কলেজের ছাত্র। তার মধ্যে একজন হচ্ছে ইনজমামুল আলম রাফি। তিনি চকরিয়ার উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা ফরিদুল আলমের ছেলে। আর একজন হচ্ছে মেহেরাব হোসেন অভি।তিনি চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা সেলিম মিন্টু।

নিহত ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যুতে তাদের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। তারা ২ জন একই শ্রেনীতে পড়ে সুতরাং তারা ২ জন বন্ধু বলে জানা গেছে।

সচেতন নাগরিকদের অভিযোগ হচ্ছে,তরুণ যুবকরা যেভাবে দ্রুত গতিতে মোটরসাইকেল চালায় তাহলে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার স্বীকার হওয়ার সম্ভাবনা থাকে। এমতাবস্থায় তাদের অভিভাবকদেরকে এব্যাপারে সচেতন থাকতে হবে। ফলে অকালে কোন সন্তানের আশার আলো নিভানোর সম্ভাবনা কম থাকবে।