মনির হোসেন বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭)-২০২৪ এর উদ্বোধন হয়েছে।
শুক্রবার (২৮ জুন)বেলা ৩ টায় শার্শা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে বর্ণাঢ্য আয়োজনে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী‘র সভাপতিত্বে অনুষ্ঠিত গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শার্শা উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার,মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা খাতুন সালমা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার ও স্থানীয় সুধীবৃন্দ।
প্রথমদিনের খেলায় ২টি শিপ্টে অংশগ্রহণ করেন উলাশী ইউনিয়ন ফুটবল একাদশ বনাম কায়বা ইউনিয়ন ফুটবল একাদশ ও ডিহি ফুটবল একাদশ বনাম পুটখালী ফুটবল একাদশ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শার্শায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন https://corporatesangbad.com/473149/ |