সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর, হরিরামপুর ও সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা সংস্থা ডিবি ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আবুল কালাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের নির্দেশে ডিবি পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবাসহ দুজন এবং ১০ গ্রাম হেরোইন সহ ১ জনকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে সিংগাইর ইপজেলার ভূমদক্ষিণ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক মো. আলী হাসান (৩১) গোপালগঞ্জের কোটালীপাড়ার ঘাঘরকান্দা এলাকার আব্দুল হক গাজীর ছেলে, হরিরামপুর উপজেলার ইজদিয়া থেকে ১০ গ্রাম হেরোইনসহ আটক মো. রুবেল মোল্লা (৩৬) একই গ্রামের আওলাদ মোল্লার ছেলে ও সদর উপজেলাধীন বরুন্ডী থেকে ৫০ পিস ইয়াবাসহ আটক মো. হাসান মিয়া (২২) একই এলাকার মোঃ আওলাদ হোসেনের ছেলে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর, হরিরামপুর ও সিংগাইর থানায় পৃথক তিনটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মানিকগঞ্জে পৃথক অভিযানে ৩ মাদক কারবারি আটক https://corporatesangbad.com/473103/ |