পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৬ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে টাকার পরিমানে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৪০৪টি কোম্পানির ১৪ কোটি ৯৮ লক্ষ ১৫৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬০৫ কোটি ১২ লাখ ২৯ হাজার ৩১৭ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৬০.৮৮ পয়েন্ট বেড়ে ৫৩০২.৭২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২৫.৮৯ পয়েন্ট বেড়ে ১৯০৩.৮৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৬.২৮ পয়েন্ট বেড়ে ১১৬৫.৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৫১টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ইউনিলিভার, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক, আলিফ ইন্ডা:, সী পার্ল, প্রগতি লাইফ ইন্সু:, স্কয়ার ফার্ম, তৌফিকা ফুড, ওরিয়ন ফার্মা, ব্র্যাক ব্যাংক ও রবি অজিয়াটা।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- হাইডেলবার্গ সিমেন্ট, রবি অজিয়াটা, কর্ণফুলি ইন্সু:, রানার অটো, সিকদার ইন্সুঃ, ওয়াটা কেমিক্যাল, ওরিয়ন ইনফিউশন, ওয়ালটন হাই টেক, তিতাস গ্যাস ও এমবিএল ফার্স্ট মি. ফা.।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- লিন্ডে বিডি, গ্লোবাল হেভী, শ্যামপুর সুগার, খান ব্রাদার্স পিপি, সানলাইফ ইন্সুঃ, আইসিবি, সমতা লেদার, প্যাসেফিক ডেনিমস, এসকে ট্রিমস ও খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৫৫০২২৯০৮১২০৫.০০।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সূচকের সাথে বেড়েছে লেনদেনও https://corporatesangbad.com/472852/ |