পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজার ডেস্কসপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কোম্পানির ১৪ কোটি ৯৭ লক্ষ ৩৭ হাজার ২৮১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৭৯ কোটি ৮৬ লক্ষ ৭১ হাজার ৮৩৮ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ২৬.৯৫ পয়েন্ট কমে ৫২২০.১৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৯.৫১ পয়েন্ট কমে ১৮৬৭.৯৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.৮০ পয়েন্ট কমে ১১৪২.৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ২৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- লিন্ডে বিডি, সী পার্ল বীচ, ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড, বিএটিবিসি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, বীচ হ্যাচারী, এশিয়াটিক ল্যাবরেটোরিজ, ইউনিলিভার, তৌফিকা ফুড ও স্কয়ার ফার্মা।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সমতা লেদার, প্যাসিফিক ডেনিমস, আইসিবি, ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড, ইভিন্স টেক্সটাইল, ড্রাগন সোয়েটার, ইউনিলিভার, লিগ্যাসী ফুটওয়্যার, আলিফ ম্যানুফেকচারিং কোঃ ও পেপার প্রসেসিং।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- অ্যাপেক্স স্পিনিং, আল-হাজ¦ টেক্সটাইল, সোনালী পেপার, নিউ লাইন ক্লথিং, জেমিনী সী ফুড, জেএমআই সিরিঞ্জ, মুন্নু এগ্রো, ইস্টার্ন ক্যাবলস, এসকে ট্রিমস ও ওরিয়ন ইনফিউশন।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৪৫৯৮৩৬৫২৪৮৬৫.০০।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সূচকের সাথে কমেছে লেনদেনও https://corporatesangbad.com/472450/ |