এফএসআইবিপিএলসি’র ১০% লভ্যাংশ অনুমোদন

Posted on June 24, 2024

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত ব্যাংক খাতের কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র (এফএসআইবিপিএলসি) ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১০% লভ্যাংশ অনুমোদিত হয়।

আজ সোমবার (২৪ জুন) ডিজিটাল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালেক।

সভায় ২০২৩ সালের সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ৫% নগদ লভ্যাংশ ও ৫% স্টক ডিভিডেন্ড (বোনাস শেয়ার) অনুমোদিত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে, শরীয়াহ্ কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার, পরিচালনা পর্ষদের সদস্যরা, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, কোম্পানি সচিব অলি কামাল এবং উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।