দেশে ফিরলেন ১১ হাজার ৬৪০ হাজি, মৃত্যু ৪৪

Posted on June 24, 2024

কর্পোরেট সংবাদ ডেস্ক : চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে ৪৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৫ জন পুরুষ ও নারী রয়েছেন ৯ জন। এছাড়া রোববার (২৪ জুন) মধ্যরাত পর্যন্ত দেশে ফিরেছেন ১১ হাজার ৬৪০ জন হাজি।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

হেল্প ডেস্কের তথ্যমতে, পবিত্র হজ পালন শেষে রোববার মধ্যরাত পর্যন্ত ৩০টি ফিরতি ফ্লাইট দেশে ফিরেছেন ১১ হাজার ৬৪০ জন হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইটের সংখ্যা ৮টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১২টি ফ্লাইট পরিচালনা করেছে।

অন্যদিকে, পবিত্র হজ পালন করতে গিয়ে তামজিদ আলী (৬৭) নামে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ পালনে গিয়ে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হলো। তাদের মধ্যে ৩৫ জন পুরুষ ও নয়জন নারী। এর মধ্যে মক্কায় ৩৩ জন, মদিনায় ৪ জন, মিনায় ৬ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।

এ বছর তীব্র গরমের মধ্যে হজ পালন করতে হয়েছে মুসল্লিদের। হজের মৌসুমে মক্কার তাপমাত্রা কখনো কখনো ৫০ ডিগ্রি পর্যন্ত ছাড়িয়ে গেছে। সৌদিজুড়ে প্রবল তাপপ্রবাহ বয়ে গেছে। যার ফলে তীব্র গরমে অসুস্থ হয়ে অনেকের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, এবার হজের সময় কমপক্ষে ১৩০১ জন মুসল্লি মারা গেছেন। সৌদি আরব বলছে, বেশির ভাগ অননুমোদিত হজযাত্রী মারা গেছেন, যারা তীব্র গরমে দীর্ঘ দূরত্ব পায়ে হেঁটেছিলেন। এই বছরের হজের সময়টায় ছিলো তীব্র তাপপ্রবাহ। সেখানে তাপমাত্রা কখনও কখনও ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল। সোমবার (২৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সরকারি সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, যারা মারা গেছেন তাদের তিন-চতুর্থাংশেরও সেখানে থাকার আনুষ্ঠানিক অনুমতি নেই এবং তারা পর্যাপ্ত আশ্রয় ছাড়াই সরাসরি সূর্যের আলোর নিচে হেঁটেছেন। যারা মারা গেছেন তাদের মধ্যে কয়েকজন বয়স্ক বা দীর্ঘস্থায়ী অসুস্থ ছিলেন।