সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ

Posted on June 23, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে টাকার পরিমানে লেনদেন। তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৮টি কোম্পানির ১২ কোটি ৯৫ লক্ষ ২৫ হাজার ৪৪৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৮৬ কোটি ৭৪ লক্ষ ৬১ হাজার ৫৫৭ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৩.০১ পয়েন্ট বেড়ে ৫২৪৭.১৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২.০৩ পয়েন্ট বেড়ে ১৮৭৭.৫০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৫৯ পয়েন্ট বেড়ে ১১৪৬.৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ২৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- সী পার্ল বীচ, লিন্ডে বিডি, ওরিয়ন ফার্মা, বীচ হ্যাচারী, এশিয়াটিক ল্যাবরেটোরিজ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, বিএটিবিসি, স্কয়ার ফার্মা ও ইউনিক হোটেল।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- স্যালভো কেমিক্যাল, পেপার প্রসেসিং, মনোস্পুল পেপার, সোনালী ইন্ডাস্ট্রিজ, বিএসআরএম স্টীল, ওয়ালটন, রেনেটা, সোনালী পেপার, ওয়াটা কেমিক্যাল ও আফতাব অটোস।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- নর্দার্ন জুট, লিগ্যাসী ফুটওয়্যার, স্টাইল ক্র্যাফট, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, জেএমআই সিরিঞ্জ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, অ্যাপেক্স ট্যানারী, খান ব্রাদার্স পিপি, মিরাকল ইন্ডাস্ট্রিজ ও বীকন ফার্মা।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৪৬৩৫০০১৩৮৭৫৮.০০।