বগুড়া প্রতিনিধি: বগুড়ায় করতোয়া নদীর পাড় থেকে এক নারীর দুই হাতের কাটা কবজি উদ্ধার করছে পুলিশ। শনিবার সকাল ৮ টার দিকে শহরের মাটিডালি এলাকা থেকে কবজি দুটি উদ্ধার করা হয়। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ফুলবাড়ি ফাঁড়ির ইনচার্জ মোঃ রেদওয়ানুল ইসলাম জানান, মাটিডালি ২য় বাইপাস সড়কের ব্রীজ ও লোহার ব্রীজের মাঝামাঝি এলাকায় করতোয়া নদী হতে হাতের কবজি দুটি উদ্ধার করা হয়েছে। এলাকার কয়েকজন কিশোর সেখানে একটি পলিথিনের মধে কবজি দুটি ভেসে যেতে দেখে। পরে খবর পেয়ে কবজি দুটি উদ্ধার করা হয়। এ সময় বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় করে।
তিনি আরো জানান, কবজি দুটি কোন এক নারীর। কে-বা-কারা ওই নারীর হাতের কবজি দুটি কেটে নদীতে ফেলে দিয়েছে। এটি ২ থেকে ৩ দিন আগের হতে পারে। কার হাতের কবজি তা সনাক্তের জন্য ফিঙ্গার প্রিন্ট নেয়া হয়। কবজি দুটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বগুড়ায় করতোয়া নদী থেকে হাতের দুইটি কাটা কবজি উদ্ধার https://corporatesangbad.com/472080/ |