বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্টে জীবন চন্দ্র পাল (৫০) নামের এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। মৃত জীবন চন্দ্র উপজেলার তারতা গ্রামের গোপেন্দ্রনাথ পালের ছেলে।
শনিবার সকালে আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টায় উপজেলার কুন্দগ্রাম ইউপির তারতা গ্রামে নিজ বাড়ীতে টেলিভিশনে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় তারে জড়িয়ে জীবন চন্দ্র গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ১২টায় তিনি মারা যান। পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে পল্লী চিকিৎসকের মৃত্যু https://corporatesangbad.com/472077/ |