শার্শায় সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

Posted on June 22, 2024

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: সাপের কামড়ে ফুরকান আলী (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে শার্শার ডিহি ইউনিয়নের টেংরালী গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

মৃতের স্বজনরা জানান, বৃহস্পতিবার (২০ জুন) ফুরকান একই ইউনিয়নে বেলতা গ্রামে ফুপু বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার বেলা ১১টার দিকে সে বাড়ির পাশে খেলা করছিল। এসময় একটি সাপ তাকে কামড়ে দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যান। সেখানে দিনভর তার চিকিৎসা করানো হয়। কিন্তু অবস্থার অবনতি হলে রাত ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতলে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, শিশু ফুরকান আলীর মৃত্যুকে স্রেফ অসচেতনাজনিত অবহেলা বলে ফেসবুকে ঝড় উঠেছে। অনেকে উল্লেখ করেছেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এই যুকে ফুরকান আলীকে নয় ঘণ্টা পর হাসপাতালে নিয়ে আসা ওই পরিবারের সদস্যদের অসচেতনা। এখনো মানুষের মধ্যে সাপে কামড়ানো রোগীকে কথিত কবিরাজের কাছে চিকিৎসা করানো যুক্তিযুক্ত নয়। এটা এক ধরনের অবহেলা। আর এই কারণেই ফোরকানের করুণ মৃত্যু হয়েছে।