ব্লকে ৫০ কোটি টাকার লেনদেন

Posted on September 26, 2023

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা ) ব্লক মার্কেটে ৬০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৫০ কোটি ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা তিন কোম্পানির মধ্যে রয়েছে সি পার্ল রিসোর্ট, এমারেল্ড অয়েল এবং গ্রামীণফোন। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৭৬ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের সাড়ে ৫৭ শতাংশ।

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে সি পার্ল রিসোর্টের ২১ কোটি ৭৩ লাখ ৬০ হাজার, এমারেল্ড অয়েলের ৪ কোটি ৩০ লাখ ৬০ হাজার এবং গ্রামীণফোনের ২ কোটি ৭২ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বিএসআরএম স্টিলের ২ কোটি ৫৫ লাখ ৬০ হাজার, আলহাজ টেক্সটাইলের ১ কোটি ৬৭ লাখ ৯২ হাজার, লুব-রেফ বাংলাদেশের ১ কোটি ২৯ লাখ ৫৬ হাজার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৮১ লাখ ৬৬ হাজার, সাউথইস্ট ব্যাংকের ৭৫ লাখ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৭১ লাখ ৮৪ হাজার এবং ব্রাক ব্যাংকের ৬১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কর্পোরেট সংবাদ/এএইচ