শেয়ারবাজার ডেস্ক: দেশের পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। দিনভর সূচক বাড়লেও শেষ পর্যন্ত সামান্য উত্থানের মধ্য দিয়ে আজকের লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সে নাম মাত্র সূচক বেড়েছে ১ দশমিক ০২ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২ দশমিক ২ পয়েন্ট।
ডিএসইর দেওয়া তথ্য মতে, মঙ্গলবার বাজারে লেনদেন হওয়া ২৮৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৯ টির, কমেছে ৭৮ টির আর অপরিবর্তিত রয়েছে ১৪০ টি কোম্পানির শেয়ারের দাম। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ দশমিক ০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮৩ পয়েন্টে।
ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ৩ দশমিক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৮ পয়েন্টে।
এদিন ২৮৭ টি কোম্পানির ৭ কোটি ৮৯ লাখ ৭৯ হাজার ১১ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে; যা টাকার অঙ্কে ৪৫০ কোটি ০১ লাখ ৫৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৪১ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা। অর্থাৎ লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।
ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সিলকো ফার্মাসিউটিক্যালসের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল ফুওয়াং ফুডের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল বিডি কম অনলাইন লিমিটেডের শেয়ার। এরপরের তালিকায় ছিল যথাক্রমে খান ব্রাদার্স পিপি ব্যাগ, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ইউনিয়ন ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, কর্ণফুলী জেনারেল ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার এবং প্রভাতী ইন্স্যুরেন্স।
আরেক পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক ৩ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮৪ পয়েন্টে। সিএসইতে ১৪৬ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫১ টির, কমেছে ৪২ টির ও অপরিবর্তিত রয়েছে ৫৩ টির দাম।
দিন শেষে সিএসইতে ১৫ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ৫৩৫ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১১ কোটি ৪৭ লাখ ৩ হাজার ৭৫১ টাকার শেয়ার।
কর্পোরেট সংবাদ/এএইচ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সামান্য উত্থানে পুঁজিবাজার,বেড়েছে লেনদেনও https://corporatesangbad.com/47074/ |